ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ার ১২ উপজেলায় ৫৯২ মন্ডপে দুর্গাপুজার আয়োজন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ৫:২৮ অপরাহ্ণ

Bogra Durgaপ্রতীক ওমর,বগুড়া: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। বগুড়া জেলার সব উপজেলায় ইতোমধ্যেই তৈরি হয়েছে প্রতীমা। এখন চলছে রং এবং সাজ সশ্যার কাজ। এবার জেলার ১২টি উপজেলায় ৫৯২টি পুজা মন্ডপে দুর্গা পুজার আয়োজন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে এই ধর্মীয় উৎসব পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
জেলা পুলিশ সুত্রে জানাগেছে, ১২টি উপজেলায় ৫৯২টি পুজা মন্ডপকে তিন ভাগে ভাগ করে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এরমধ্যে ১৪৯টি পুজা মন্ডপকে অধিক ঝুঁকিপুর্ন, ১৮৯টি ঝুঁকিপৃর্ন এবং ২৫৪টি সাধারণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন।  ৫৯২টি দুর্গাপুজার মধ্যে বগুড়া সদরে ৯৯টি, শিবগঞ্জে ৪৪টি, সোনাতলায় ৩২টি, গাবতলীতে ৬০টি, সারিয়াকান্দিতে ১৯টি, কাহালুতে ৩৫টি, নন্দীগ্রামে ৪৭টি, দুপচাঁচিয়ায় ৩৭টি, আদমদীঘিতে ৬৯টি, ধুনটে ২১টি,শাজাহানপুরে ৪৯টি এবং শেরপুরে ৮০টি মন্ডপে এবার দুর্গা পুজার আয়োজন করা হয়েছে। গতবছর জেলার ১২ উপজেলায় ৫৯৫টি মন্ডপে দুর্গাপুজার আয়োজন করা হয়েছেছিল। এবছর বন্যার কারনে তিনটি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছেনা।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান প্রতিটি পুজা মন্ডপে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার, পুজাউদযাপন পরিষদের স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবে। এছাড়াও ঝঁকিপুর্ন হিসেবে চিহ্নিত পুজা মন্ডপগুলোতে বাড়তি নিরাগত্তা হিসেবে র‌্যাব ও পুলিশের টহল থাকবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!