পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমেদ খান কামাল উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৪ এর আওতায় জাকির আহমেদ খান কামালকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। তিনি তৃতীয় বারের মত উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাকির আহমেদ খান কামাল উপজেলার আগিয়া ইউনিয়নের বাট্টা গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মো. আ. খালেক খানের জ্যেষ্ঠ পুত্র।