নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ২০৮ বোতল ফেন্সিডিল আটক করেছে মাদক দ্রব্য আইন নিয়ন্ত্রনের একটি টিম। এসময় ফেনসিডিল বহনকারী ঢাকা মেট্ট্রো-প-১৪-৪৫৬০ নম্বরের একটি সাদা রঙ্গের প্রাইভেটকার জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে কাছিকাটা টোলপ্লাজায় নিয়মিত চেকিং করার সময় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয় ।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে চালিয়ে বনপাড়া হাটিকুমরুল মহসড়কের ১০ নম্বর ব্রীজ থেকে প্রাইভেটকারটি নিয়মিত চেকিং পোস্টে না থেমে বেপোরোয়াভাবে চলে আসে। পরে প্রাইভেটকারটিকে ধাওয়া করে চেকিংয়ের ওই টিম। গতিরোধে বার বার রেড এ্যালার্ট দিলেও না থেমে দিকবিদিক হারিয়ে তালবারিয়া নামক স্থানে এসে প্রাইভেটকার রেখে পালিয়ে যায় ফেনসিডিল সরবরাহকারীরা।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর জানান, গাড়িটির মালিক সহ অজ্ঞাত দুইজনের নামে মামলা দায়ের করা হয়েছে। আকটকৃত ফেনসিডিল ও প্রাইভেটকার গুরুদাসপুর থানার হেফাজতে রাখা হয়েছে।