চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে ছাদ থেকে পড়ে আসাদুল হক মন্টু (৪২) নামের এক ভূষিমাল ব্যবসায়ী মৃত্যু হয়েছে।
আসাদুল হক মন্টু উপজেলার নতিপোতা গ্রামের মখিম মন্ডলের ছেলে। বৃহস্পতিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আসাদুল হক মন্টু ছাগলের জন্য পাতা পাড়তে বাড়ির একতলার ছাদে উঠে। এসময় পা ফসকে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।