ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ হৈয়া-হো, হৈয়া-হো সুরে মরমী কবি শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান কোন মেস্তরি নাও বানাইল, কেমন দেখা যায়। ঝিলমিল-ঝিলমিল করে- রে, ময়ূর পংকি নায় এ গানের তালে-তালে ছাতকের সুরমা নদীতে প্রাচীন বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচ উপভোগ করতে সুরমার দু’কুল জুড়ে মানুষের ঢল নামে। হাজার-হাজার নারী-পুরুষ প্রতিযোগিতা উপভোগ করতে প্রচন্ড গরম উপেক্ষা করে নদীর পারে দাড়িয়ে থাকে। ৮টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা পশ্চিমপাড়া, পুটামারা পূর্বপাড়া, তুড়ারপাড়া, বাঘজুরসহ ৮টি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়। প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার বাঘজুর প্রথমস্থান ও তুড়ারপাড় দ্বিতীয়স্থান অধিকার করে। নৌকা বাইচ শেষে থানা সংলগ্ন নদীর তীরে আয়োজক কমিটির কোষাধ্যক্ষ হাজী কুটি মিয়ার সভাপতিত্বে ও জয়নাল আবেদীন মহির পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলজাল আবেদীন আবুল, নজরুল হক, হাজী সুন্দর আলী, আলহাজ্ব সৈয়দ তিতুমীর, সৈয়দ আহমদ, উপজেলা ক্রীড়া সম্পাদক লাল মিয়া, হাজী কনু মিয়া, মকবুল আলী বার্নার, সাবেক পৌর কমিশনার আফতাব মিয়া, মুহিবুর রহমান সাধু, নওশাদ মিয়া, শাহীন চৌধুরী প্রমুখ।
ছাতকে মাছ ধরতে গিয়ে শ্রমিকের মৃত্যু
ছাতকে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক পাথর শ্রমিকের মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাথর শ্রমিক শাহাব উদ্দিন (৩৮) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের খাইরগাঁও গ্রামের কিসমত মিয়ার পুত্র। জানা যায়, শাহাব উদ্দিন বারকাহন গ্রামে তার আত্মীয়র বাড়িতে থেকে পাথর শ্রমিকের কাজ করে আসছিল। বৃহস্পতিবার ভোরে গ্রামের একটি ডোবায় সে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায়। সকালে গ্রামের লোকজন ডোবায় তার লাশ দেখতে পেয়ে দাফন-কাফনের ব্যবস্থা করেন। ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি জানান, পাথর শ্রমিক শাহাব উদ্দিনের মৃত্যুর ব্যাপারে আমার কিছুই জানা নেই।