ঝালকাঠির প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতালের পুরাতন বাসভবনে পরিত্যাক্ত আবাসিক ভবনের মধ্যে থেকে বুধবার রাত ১০টায় এক নির্মান শ্রমিকের লাশ থানার এস আই আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে। নিমার্ন শ্রমিকের বাড়ি পাবনা, তার নাম নয়ন (২০) নয়ন আমুয়া হাসপাতালের বর্ধিত নতুন ভবনের নিমার্ন শ্রমিকের কাজ করত। স্থানীয়রা তার মরদেহ পরিত্যক্ত ভবনে পড়া দেখে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ঝালকাঠি মর্গে প্রেরন করে। মৃত্যুর কোন কারন জানা জায়নি। তবে এলাকার লোকজনের ধারনা পেপে পারতে গিয়ে গাছ থেকে পরে বড় ধরনের আঘাত পেয়ে তার মৃত্যু হতে পারে। পুলিশ বলছে পোষ্ট মর্ডামের রির্পোটের পরে মৃত্যুর কারন জানা যাবে।