নাটোর প্রতিনিধি : গুড় নদীসহ পৌর এলাকার অবৈধ সুঁতি জাল অপসারণ ও চলনবিলের জীববৈচিত্র্য রক্ষার দাবিতে নাটোরের সিংড়ায় রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল ৯টায় পৌর শহরের সোহাগবাড়ী-কতুয়াবাড়ী রাস্তায় দেড় ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে নদী এলাকার চার গ্রামের প্রায় তিন শতাধিক জনগণ। পরে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যবৃন্দ তাদের সাথে একাত্মতা ঘোষণা করে চলনবিলে পাখি শিকার বন্ধ সহ মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের বিভিন্ন প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ সুঁতিজাল ও বানার বাধ আপসারণের দাবি জানান। স্থানীয় এলাকা প্রধান জহুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইফুল ইসলাম, আ’লীগ নেতা আব্দুস সালাম, মৎস্য অভয়াশ্রমের সভাপতি মজনু মিয়া, আবুল হোসেন মাঝি, রবিউল ইসলাম প্রমূখ। পরে সকাল সাড়ে দশটায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন পুলিশসহ ঘটনাস্থলে পৌছে গুড়নদীর অবৈধ সুঁতিজাল অপসারণ করলে এলাকাবাসী শান্ত হয়।
সিংড়ায় আ’লীগ-যুবলীগ নেতাকর্মীদের দোকান ঘর দখলের মহোৎসব চলছে
শতাধিক দোকান-মালিকদের ধর্মঘট : দখল করে নিয়েছে বিএনপির দলীয় কার্যালয়
নাটোরের সিংড়ায় স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দোকান ঘর দখলের মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। দখল করে নিয়েছে বিএনপির দলীয় কার্যালয়ও। গত কয়েক দিনে উপজেলার শেরকোল বাজার এলাকার ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ও স্থানীয় দুই ফার্নিচার ও মুদি ব্যবসায়ীর দোকান ঘর দখলে নেয় আ’লীগ-যুবলীগ নোকর্মীরা। এদিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল থেকে শতাধিক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে এই ধর্মঘট শুরু করে।
ব্যবসায়ীদের অভিযোগ, সিংড়া উপজেলার শেরকোল নীচাবাজারের ব্যবসায়ী খলিলুর রহমান এবং আক্কাস আলী দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছে। কিন্তু সোমবার রাতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বোচ্ছাসেবকলীগের সভাপতি সিদ্দিক, যুলীগ নেতা সান্টু ও স্থানীয় আওয়ামীলীগ বেশ কিছু নেতা-কর্মীরা ওই দুটি দোকানঘর দখল করে তালা ঝুলিয়ে দেয়। এছাড়া কয়েকদিন আগে ইউনিয়ন বিএনপির কার্যালয় দখল করে স্থানীয় আওয়ামীলীগের কার্যালয় স্থাপন করে। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শেরকোল নীচাবাজার ব্যবসায়ীরা দোকান বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে। তবে বিষয়টি সুরাহ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন শেরকোল নীচাবাজার কমিটির সভাপতি এমরান আলী ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব।
শেরকোল নীচাবাজার কমিটির সভাপতি এমরান আলী জানান, পর্যায়ক্রমে বাজারের দোকানগুলোতে তালা ঝুলিয়ে দখল করা হচ্ছে। এর সুরাহা না হলে প্রয়োজনে কঠোর কর্মসূচী দেয়া হবে।
সিংড়া উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ মুঠোফোনে দলীয় কার্যালয় দখলের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।