শ্যামলবাংলা ডেস্ক : সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট খোন্দকার মাহবুব হোসেন বলেছেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন। ১৭ সেপ্টেম্বর বুধবার রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আপিল বিভাগের রায়ে আমরা সন্তুষ্ট নয়। আমরা রায়ের কপি দেখবো। এবং সেই অনুযায়ী রিভিউ আবেদন করবো।
খন্দকার মাহবুব বলেন, আপিল বিভাগে আমাদের আপিল আবেদন কিছুটা হলেও গ্রহণ করা হয়েছে। যাবজ্জীবনের বিধানে সর্বোচ্চ ২০ বছরের সাজার কথা বলা হয়েছে। তবে আপিলের রায়ের কপি না দেখা পর্যন্ত এ বিষয়টি এখনো স্পষ্ট নয়। আমরা কাদের মোল্লার রায়ের ক্ষেত্রেও রিভিউ করেছি। সাঈদীর ক্ষেত্রেও আমরা রায়ের কপি দেখে রিভিউ আবেদন করবো।
অপর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আমরা মনে করি সাঈদীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাতে তার এক দিনেরও সাজা হওয়ার কথা নয়। আমাদের ও সরকারের দুটি আপিলের রায়ে পরিবর্তন এসেছে। প্রসিকিউশনের সাক্ষী বাইন আদালতে বলেছে আমার ভাইকে সাঈদী হত্যা করেনি। এছাড়াও ইব্রাহীম কুট্টির স্ত্রী আদালতে তার স্বামী হত্যার বিষয়ে সাঈদীর সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। আপিলে তবুও এ দুটি অভিযোগের ওপরে তাকে সাজা প্রদান করা হয়েছে।