ময়মনসিংহ প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদীকে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আমৃত্যু কারাদন্ডের রায় প্রত্যাখ্যান করে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরন মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ।
রায় ঘোষনার পর ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে শহরের ছোট বাজার থেকে গনজাগরন মঞ্চ বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে আরো একটি বিক্ষোভ মিছিল এসে প্রেসক্লাবে সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা আপিল বিভাগের দেয়া সাইদীর রায়কে প্রতাখ্যান করেন। এ সময় তারা কুখ্যাত রাজাকার সাইদীসহ সকল মানবতাবিরোধী অপরাধীদের ফাসির দাবি জানান।