জি.এইচ হান্নান, শেরপুর : বাংলাদেশ ক্রপ প্রাটেকশন এসোসিয়েশন এর আয়োজনে শেরপুরে কৃষকদের নিয়ে বালাইনাশক নিরাপদ ব্যবহার প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ এস.এম. ফজলুল করিম সানী। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ রেজাই করিম খান। ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুল আলম, বিসিপিএ ময়মনসিংহ ও মোঃ ফজলার রহমান। এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিসিপিএ ময়মনসিংহ নির্বাহী সদস্য মোঃ মনিরুজ্জামান, মোঃ আমিনুল হক, মোঃ কামরুল হাছান, কোষাধ্যক্ষ মোঃ আঃ ওয়াহাবসহ কীটনাশক কোম্পানীর প্রতিনিধি মোঃ আতিউর রহমান মিলটন ও বিপ্ল¬ব প্রমুখ।
ওই কর্মসূচিতে অংশগ্রহণকারী জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৩০ জন কৃষককে সব্জীসহ ফসল উৎপাদনে বালাইনাশকের নিরাপদ ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।