মাহফুজার রহমান (মনু) রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৫০টি বন্যা দূর্গত পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া-গুড় ও চাল বিতরণ করা হয়েছে। বিদ্যানন্দ ইউপি’র চর বিদ্যানন্দ ও মন্দির এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন-রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, বিদ্যানন্দ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম প্রমূখ। প্রতিটি পরিবারের মাঝে ১ কেজি চিড়া, আধা কেজি গুড় ও ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম কর্তৃক তিস্তায় ভাঙ্গন কবলিত ও বন্যা দূর্গতদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
রাজারহাটে ব্র্যাকের মাইগ্রেশন অরিয়েন্টেশন অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে নিরাপদ অভিবাসন নিশ্চিত করণ ও শক্তিশালী ফোরাম গঠনের লক্ষে গতকাল অফিসের সভাকক্ষে দিনব্যাপী এক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-প্রধান কার্যালয়ের ম্যানেজার মোঃ ফরহাদ আল করিম। যোগাযোগকর্মী শফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-হিসাব রক্ষক মো. আব্দুল মোত্তালেব, আবু বক্কর সিদ্দিক দুলু, এনাম আহমেদ প্রমূখ। সভায় ৭টি ইউনিয়নের ১২টি ফোরামের ২৪ জন সদস্য এতে অংশ নেন।