তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বিগত বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহউদ্দীপনার মধ্যদিয়ে কুমিল্লা সেলুন ব্যবসায়িক সমিতি’র আয়োজনে ১৭ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী নগরীর মনোহরপুরস্থিত শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালীবাড়ীতে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়।
তদুপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় বিশ্বকর্মা দেবের পূজা, দুপুর ১২টায় বিশ্বকর্মা দেবের পাদপদ্মে পুষ্পাঞ্জলী প্রদান, অপরাহৃ ২টায় পূজায় আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং রাত সাড়ে ৭টায় সন্ধ্যা আরতি কীর্ত্তন। সবশেষে বাংলাদেশ বেতার শিল্পী শেফাল মজুমদার ও মৃণাল কান্তি গোস্বামীর পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওই বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী রাজু, ঐক্য পরিষদ নেতা অ্যাড. মানিক ভৌমিক, অ্যাড. স্বর্ণকমল নন্দী পলাশ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক ও কুমিল্লা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার আহবায়ক হারাধন শীল, সদস্য সচিব ডা: মধুসূধন রায়, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি মধুসুদন বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন রায়, সুমন চন্দ্র দাস ও প্রদীপ চন্দ্র দাসসহ কুমিল্লার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা সেলুন ব্যবসায়ি সমিতি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য নারায়ন চন্দ্র রায়, শ্যামল কান্তি রায়, শিবু রায়, স্বপন রায়, অধীর শীল, নেপাল শীল এবং কার্য্যকরী পরিষদের সহ-সভাপতি বিধান রায় ও বেনু শীল, সহ-সাধারণ সম্পাদক রায়হরণ শীল, সাংগঠনিক সম্পাদক রবি রায়, অর্থ-সম্পাদক দীলিপ কুমার রায়, সহ- অর্থ সম্পাদক প্রদীপ চন্দ্র শীল, প্রচার সম্পাদক নন্দলাল শীল, র্নিবাহী সদস্য শীতল শীল, কর্নজিত রায়, শ্যামল শীল, দীলিপ দাস, সুজিত শীল, খোকন শীল, সমির শীল, ভুবন শীল, রিপন শীল, প্রান্তোষ শীল, সুমন শীল প্রমুখ।
ওই বিশ্বকর্মা পূজা শান্তি ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশে উদ্যাপন করতে পেরে কুমিল্লাবাসীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন- কুমিল্লা সেলুন ব্যবসায়ী সমিতি’র সভাপতি সন্তোষ শীল ও সেক্রেটারী পিন্টু মজুমদার।
এ ছাড়াও নগরীর রামঘাটলাস্থ মাতৃপূজারী সংঘ, ছাতিপট্টি’র হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্বর্ণ ও গহনা এবং কাঁস-পিতালের দোকান গুলোতে জাকজমকপূর্ণ পরিবেশেই বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়।
কুমিল্লায় গ্লোবাল ইউনিক একাডেমি’র শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও অভিভাবক সমাবেশ
আজ ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় কুমিল্লা নগরীর গর্জনখোলায় অবস্থিত গ্লোবাল ইউনিক একাডেমি প্রাঙ্গণে গ্লোবাল ইউনিক একাডেমির শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে গ্লোবাল ইউনিক একাডেমির অধ্যক্ষ উত্তম বহিৃ সেন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক শিক্ষাবিদ ড. নিজামূল করিম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- কুমিল্লা দুঃস্থ শিশু ও মা ফাউন্ডেশনের র্নিবাহী পরিচালক নারী নেত্রী দিলনাশি মোহসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন, বিশিষ্ট্য ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন এর কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা। এতে স্বাগত বক্তব্য রাখেন- গ্লোবাল ইউনিক একাডেমির উপাধ্যক্ষ মল্লিকা রাণী দে। এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক কুমিল্লার কাগজের প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহবুব, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার ও কুমিল্লা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, সাংবাদিক নেহাল কুমার দাস শিপন, কালের ছবি’র জেলা প্রতিনিধি এ.আর আকাশ সহ অভিভাবক ও গ্লোবাল ইউনিক একাডেমির শিক্ষার্থীবৃন্দ।
বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০১১ খ্রিষ্টাব্দে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী “গ্লোবাল ইউনিক একাডেমির” শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষাবিদ ড. নিজামূল করিম বলেছেন- এসব কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। বর্তমান সরকার শিক্ষার পেছনে প্রচুর অর্থ ব্যয় করছেন। বর্তমানে এদেশে প্রায় ৩ কোটি শিক্ষার্থী রয়েছে। লেখা-পড়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের খেলা-ধুলার সুযোগ করতে দিতে হবে।
এ ছাড়া অন্যান্য বক্তারা বলেন- শিক্ষার্থীদেরকে কেবল জিপিএ-৫ পাওয়ার জন্য লেখা-পড়া করলে চলবে না, জানার জন্য পড়তে হবে। তবেই ভালো কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এখন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা অধিকাংশই ভালো কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না।