ঝালকাঠি প্রতিনিধি : নানা আয়োজনে ঝালকাঠিতে সনাতন ধর্মালম্বীদের মহাপুরুষ ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৭তম জন্মোৎসব পালিত হয়েছে। ধর্মীয় সংগঠন ‘সৎসঙ্গ’ এর জেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে মঙ্গলবার রাতে জগদিশপুর মন্দিরে ঠাকুরের জীবন ও বাণী নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সুনিল মজুমদার এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সমীরণ হালদার। তপন কুমার হালদার, সুরেশ চন্দ্র সমদ্দার, ধীরেন্দ্র নাথ বড়াল, নিরঞ্জন সরকার, সুবল চন্দ্র ঘোষ, রিপন চন্দ্র হাওলাদার প্রমুখ আলোচনায় অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানমালায় ছিল- ঠাকুরের প্রতি ভক্তি প্রদর্শন, পূজা-অর্চনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান। বিভিন্ন এলাকা থেকে হিন্দু নর-নারীরা এ উৎসবে যোগ দেন।