চারঘাট প্রতিনিধিঃ উপজেলার কালুহাটি গ্রামের ইমদাদুল ইসলামের মেয়ে অলিফা খাতুনের সাথে ১ বৎসর পূর্বে একই উপজেলার বাসুদেবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মামুন ইসলামের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। পারিবারিক দ্বন্দ্বের কারণে বিবাহ বিচ্ছেদ হলে গত ১ জুলাই/১৪ দেনমোহর ও ভরণপোষন এর অভিযোগ করেন চারঘাট ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তায় কর্মসূচী কার্যালয়ে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২রা সেপ্টম্বর ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রে (এডিআর) সিদ্ধান্ত মোতাবেক ১ লক্ষ ৩০ হাজার ৯শত ৫০ টাকা প্রদানের সিদ্ধান্ত হয়। মানবাধিকার আইন সহায়তা কর্মসূচীর সিনিয়র উপজেলা ম্যানেজার আক্কাস আলী বর পক্ষের নিকট হতে অলিফা খাতুনকে ১ লক্ষ ৩০ হাজার ৯শত ৫০ টাকা আদায় করে দেন। অলিফা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্র্যাকের মানবাধিকার আইনের সহায়তায় দেনমোহরের টাকা পেয়ে আমি আনন্দিত এবং এই আইন সহায়তা কর্মসূচিকে ধন্যবাদ জানাই।