চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার সরদহ কলেজে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পুলিশ সাত রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
চারঘাট মডেল থানা ও কলেজ সূত্রে জানা গেছে, কলেজের প্রথম বর্ষের ছাত্র ফয়সাল তার এক সহপাঠি ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ছাত্রটি তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে ওই ছাত্রী তার এলাকার ছাত্রদের জানায়। তারা ফয়সালকে উত্যক্ত করতে নিষেধ করলে কলেজ চত্বরে তাদের মধ্যে বাকবিতন্ডা এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সাহাবুদ্দিন সরকার উভয় পক্ষকে সতর্ক করে দেন। কিছুক্ষণ পর ফয়সাল তার ঝিকরা গ্রামের লোকজন নিয়ে কলেজে সংগঠিত হয়। খবর পেয়ে মোক্তারপুর গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করলে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে ফয়সালসহ দুুইজন আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে বলে জানান। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজ শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজের অধ্যক্ষ সাহাবুদ্দিন সরকার জানান, বিষয়টি উভয় পক্ষের সাথে আলোচনা করে আগামী রবিবার মিমাংসার উগ্যোগ নেয়া হয়েছে।
চারঘাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত
চারঘাট অগ্রণী ব্যাংক লিমিটেড শাখার আলোজনে প্রকাশ্যে কৃষি ঋণ বিরতণ কর্মসূচী গতকাল মঙ্গলবার বিকেলে মুংলী অনুপমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংক চারঘাট শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম সিদ্দিকী এর সভাপতিত্বে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, রাজশাহী আঞ্চলিক অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সুকান্তি বিকাশ সান্যাল, অগ্রণী ব্যাংকের কৃষি ঋণ বিষয়ক কর্মকতা জালাল উদ্দিন, মুংলী অনুপমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেরে আলম, ইউপি সদস্য মোশারফ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচী শেষে চারজন কৃষককে মোট ১ লক্ষ ৮৫ হাজার টাকা কৃষি ঋণ প্রদান করেন। অনুষ্ঠানটির সঞ্চালক হিসাবে ছিলেন আলমগীর হোসেন।
সরদহ ইউনিয়নে নব নির্বাচিত ইউপি সদস্যর শপথ গ্রহণ
চারঘাটে গত ২৪ শে আগষ্ট সরদহ ইউনিয়নে উপ-নির্বাচনে নব নির্বাচিত মহিলা সংরক্ষিত আসনে ছালেহা বেগমের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নির্বাহী কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম বুদি, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, প্রকৌশলী কর্মকর্তা মনছুর আলী, শলুয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।