কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে প্রেমিকাকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করতে যাওয়ার সময় প্রেমিকার পক্ষের লোকজন বরযাত্রীবাহী মাইক্রোবাসে হামলা চালিয়ে ১২ বরযাত্রীকে পিটিয়ে আহত করেছে। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিয়েছে।
জানা গেছে , উপজেলার সাতবাড়ীয়া গ্রামের নিছার আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম (২০) এর সাথে জাহানপুর গ্রামের এক স্বামী পরিত্যক্তার সাথে পরকীয়া সম্পর্ক চলে আসছিলো। বর রফিকুল তার পিতা মাতার ঠিক করা কন্যার সাথে ১৫ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে দুটি মাইক্রোবাস যোগে বরযাত্রী নিয়ে বিয়ের উদ্দেশ্যে শিকারপুর গ্রামে রওনা হলে পথিমধ্যে তার প্রেমিকার লোকজন জাহানপুর বাজারে বরযাত্রীবাহী মাইক্রোবাস আটকিয়ে বর ও বরযাত্রীদের এলাপাথাড়ী মারপিট করে আহত করে। এলাকবাসি এগিয়ে এসে তাদের উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বর রফিকুলের বিয়ের ব্যবস্থা করে দেয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনরা হলো রেক্সনা খাতুন(২৫) , শাবানা খাতুন(২৭), শামীম হোসেন(৩৫) ও মিলন রহমান(৩০)। এ ঘটনায় মতিয়ার রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।