নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলায় হাপানিয়া সীমান্তের বিল-কৃষ্ণসদা থেকে ভাসমান অবস্থায় ইছাহাক আলী (১৮) ও কলমুডাঙ্গা সীমান্তের বসুমিধা বিল থেকে মমিন (১৯) নামের দুই বাংলাদেশি গরু রাখালের লাশ গত দুই দিনে উদ্ধার করেছে থানা পুলিশ।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রামবাসীরা সীমান্তের ২৩৭ নং পিলার এলাকা নদীতে ইছাহাক আলীর ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেয়। তাৎক্ষনিক বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে থানায় সংবাদ দিলে থানার এসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহত ইছাহাক উপজেলার কৃষœসদা গ্রামের ইউসুফ আলীর ছেলে সে নওগাঁ সরকারী ডিগ্রী কলেজে রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিল বলে জানা গেছে।
গ্রামবাসীরা জানান, গত রোববার রাতে সে গরু আনার জন্য ভারতে প্রবেশ করার পর থেকে নিখ্জো ছিল। অপরদিকে গত সোমবার সন্ধার দিকে কলমুডাঙ্গা সীমান্তের বসুমিধা বিল থেকে মমিন (১৯) নামের এক বাংলাদেশী রাখালের লাশ উদ্ধার করা হয়েছে। সে গত শনিবার রাত থেকে নিখোজ ছিল বলে পারিবারিক সুত্রে জানা গেছে। সে কলমুডাঙ্গা চৌমহনী গ্রামের আফাজ উদ্দীনের ছেলে। উল্লেখিত ঘটনায় হাপানিয়া সীমান্তের ২৩৬ মেইন পিলার এলাকায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিজিবি ও বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয় ও ইছাহাকের লাশ ফেরত চাওয়া হলে বিএসএফ ইছাহাকের সম্পর্কে কিছুই জানেনা বলে জোর দাবি করেন। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন নিতপুর কোম্পানী কমান্ডার সুবেদার হারুনুর রশিদ ও বিএসএফ’র পক্ষ থেকে ভারতের পান্নাপুর বিএসএফ কোম্পানী কমান্ডার ইন্সপ্যাক্টর জেভার সিং নেতৃত্ব দেন।