শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে দিন দুপুরে ঘরের গ্রীল কেটে চুরি করার সময় শিমুল (২৫) নামে এক চোরকে আটক করেছে জনতা। ঘটনাটি ঘটেছে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পৌর শহরের টিএনটি রোডের অবসরপ্রাপ্ত সৈনিক জাকির হোসেনের বাসায়। ওই ঘটনার পর শিমুলকে পুলিশের হাতে দিলে পুলিশ প্রথমে হাসপাতালে এবং পরে থানায় নিয়ে যায়। আটক শিমুল শেরপুর পৌর শহরের খরমপুর এলাকার বাদশা মিয়ার ছেলে। ওই ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
অবসরপ্রাপ্ত সৈনিক জাকির হোসেন জানান, তারা স্বামী স্ত্রী দুজনেই সকাল ১০টার দিকে বাসা থেকে গ্রামের বাড়িতে যান। ওইসময় বাসার দরজা জানালা ও গেইট তালা বদ্ধ ছিল। শিমুল গেইট টপকিয়ে ঘরের বারান্দার গ্রীল কেটে ও দরজা ভেঙে প্রবেশ করে। ঘরের আলমারি তালা ভেঙে স্বর্ণের গহনাসহ বিভিন্ন মালামাল নিয়ে বের হওয়ার সময় জাকির হোসেন ও তার স্ত্রী বাসায় এসে পৌছে। এসময় বারান্দার গ্রীল কাটা দেখে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন গিয়ে তাকে আটক করে।