স্টাফ রিপোর্টার : শেরপুরে ৪ দিনব্যাপি আয়কর মেলা শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার শহরের মাধবপুরস্থ আয়কর অফিস প্রাঙ্গণে ওই মেলার উদ্বোধন করেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-কর কমিশনার মোখলেসুর রহমান।
এদিকে শেরপুরের জামান ট্রেডার্সের স্বত্বাধিকারী তরুণ ব্যবসায়ী সাদুজ্জামান সাদি টানা দু’বারের মত জেলার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। তিনি মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ কর অঞ্চলের আয়কর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী শেরপুর জেলার সেরা করদাতা হিসেবে সাদীর হাতে পুরস্কার তুলে দেন।