তৈয়বুর রহমান টনি, নিউইর্য়ক : মিস নিউইয়র্ক কাইরা কাজানৎসেভ রোববার রাতে মিস আমেরিকার মুকুট জয় করেছেন। এই নিয়ে নিউইয়র্ক থেকে তিন জন প্রতিযোগী মিস আমেরিকান নির্বাচিত হলেন।
বিদায়ী মিস আমেরিকান নিনা ড্যাভালুরিও নিউইয়র্কের মেয়ে। তিনি কাজনাৎসেভের মাথায় মিস আমেরিকার মুকুট পরিয়ে দেন। আটলান্টিকের তীরবর্তী নগরী নিউ জার্সির বোর্ডওয়াক হলে প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হয়।
২২ বছর বয়সী কাজানৎসেভ তার অবস্থান থেকে গৃহ অভ্যন্তরে নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তিনি ব্যবসায়ী প্রশাসনে মাস্টার্স সম্পন্ন করতে চান।
প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ভার্জিনিয়ার প্রতিযোগী পেইজ গ্যারেট।
এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ গ্রহণকারী অন্য প্রতিযোগীরা হলেন- মিস আরকানসাস জো ক্যাম্পবেল, মিস ফ্লোরিডা ভিক্টোরিয়া কোয়েন ও মিস ম্যাসাচুসেটস লরেন কুন।