পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জের পত্নীচড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কর্তৃক ওই বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানীর স্বীকার হয়েছে মর্মে জানা গেছে।
জানা গেছে, গত মঙ্গলবার ওই ছাত্রী সবার আগে বিদ্যালয়ে আসে ওই সময় ছাত্র ছাত্রী কম থাকার সুযোগে বিদ্যালয়ের সহকারি লম্পট প্রধান শিক্ষক ছোট রসুলপুর গ্রামের কামরুজ্জামান (৩৫) ছাত্রীটিকে আবাসিক কক্ষে নিয়ে গিয়ে মোবাইলে বিভিন্ন ধরনের নগ্ন ছবি ও নগ্ন ভিডিও দেখায় । এসময় ওই ছাত্রী প্রতিবাদ জানিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসার সময় লম্পট কামরুজ্জামান কৌশলে তার পথ রোধ করে, দরজা আটকিয়ে দিয়ে জাপটে ধরে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়। এসময় তার আর্ত চিৎকারে অন্যান্য শিক্ষার্থীরা আসলে শিক্ষক কৌশলে সটকে পড়ে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছে এক শ্রেনীর দালাল চক্র। বিষয়টি ওই ছাত্রী তারা বাবা মাকে জানালে, তার বাবা গত সোমবার পীরগঞ্জ থানায় এসে অভিযোগ দায়ের করেন। গত সোমবার পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীউল ইসলাম মিলন জানান, ঘটনার দিন দেরিতে স্কুলে আসি। স্কুলে এসে শুনি এ ঘটনা, বিশ্বাসই হচ্ছিল না। পরে আমার ছাত্রীর নিকট যখন লিখিত অভিযোগ পেয়েছি তার ভিত্তিতে ওই শিক্ষককে এ বিষয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছি। আগামী ০৭ দিনের মধ্যে উপযুক্ত জবাব দিতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। এ ব্যাপারে মুঠোফোনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মাহতাব হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।