পীরগঞ্জ ( রংপুর ) প্রতিনিধি : রংপুরেরর পীরগঞ্জ উপজেলার মহাসড়কের পীরগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে গত রবিবার দিবাগত রাত ১২ টার দিকে একশত পিস ভারতীয় শাড়ী কাপড় সহ এক যুবক কে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, উপজেলা রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত্যু-শ্রী হরেন চন্দ্রের পুত্র শ্রী অমল চন্দ্র দীর্ঘদিন থেকে ভারতীয় কাপড়ের ব্যবসা করে আসছে। ঘটনার দিন দিবাগত রাত ১২ টায় ওই যুবক ১’শত পিস ভারতীয় শাড়ীকাপড় নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পীরগঞ্জ বাসষ্ট্যান্ডে বাসে উঠার জন্য অপেক্ষা করছিল। এ সময় বাসষ্ট্যান্ডে কর্মরত শ্রমিকরা ওই যুবকের কাছে মালগুলো উঠানো বাবদ কিছু টাকা চায়। শ্রমিকদেরকে সে কোন টাকা দিতে অস্বিকৃতি জানালে শ্রমিকরা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভারতীয় শাড়ীসহ ওই যুবক কে হাতে নাতে ধরে থানায় নিয়ে আসে। ভারতীয় শাড়ী আটকের কথা স্বীকার করে ওসি আখতারুজ্জামান জানান‘ ওই যুবক কে ভারতীয় শাড়ীসহ আটক করে রংপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পীরগঞ্জে ৪ জুয়ারী আটক
রংপুরের পীরগঞ্জ গতকাল কুমেদপুর বাজার থেকে জুয়া খেলার সময় হাতে নাতে পুলিশ ৪ যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
প্রকাশ গতকাল বেলা ১ টার দিকে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুমেদপুর বাজারের মোজাম্মেল হক লাল চেয়ারম্যানের দ্বিতল ভবনের ছাদ থেকে
চন্ডিপুর গ্রামের আব্দুল গনির পুত্র লেবু মিয়া (৩০), কুমেদপুর গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র রাশেদুল ইসলাম, বগেরবাড়ি গ্রামের রহিম উদ্দিনের পুত্র সাজ্জাদ হোসেন (২৮), চন্ডিপুর গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র নুরন্নবী (৩০) কে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে ধরে আটক করে পীলগঞ্জ থানায় নিয়ে আসে তারপর রংপুর জেল হাজতে প্রেরন করেন।