নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর বারমারীতে খাদ্য নিরাপত্তা ময়মনসিংহ-শেরপুর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে প্রতিষ্ঠিত সমবায় সংগঠন আন্ধারুপাড়া ভিলেজ ভেইজড অর্গানাইজেশন (ভিবিও) সমিতি লি: এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত সভায় বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন করেন সমিতির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন।
আলহাজ্ব আব্দুস সবুর মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক মাষ্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষিকর্মকর্তা শরীফ ইকবাল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাবেক আ.লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, খাদ্য নিরাপত্তা প্রকল্প কর্মকর্তা শেখ নজরুল ইসলাম, কালবের উর্দ্ধতন কর্মকর্তা আব্দুল মান্নান, ফ্যাসিলেটর রফিকুল ইসলাম, অখিল ও সমিতির কোষাধ্যক্ষ হযরত আলী প্রমুখ। এসময় ভিবিও এর দেড় শতাধিক সদস্য ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।