ads

মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০১৪ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের : যুবক গ্রেপ্তার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৬, ২০১৪ ১০:৩৯ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ১৫ বছরের এক কিশোরী বেয়াইন কে ধর্ষনের অভিযোগে বেয়াই সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা মেহেদী হাসান খলিফা (২০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ১৬ সেপ্টেম্ভর মঙ্গলবার ঝালকাঠি থানা পুলিশ ধর্ষিতা কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। রাতে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ময়দা মাহাবুবের বাড়ীর বাগানে এ ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

Shamol Bangla Ads

এজাহারে উল্লেখ করা হয়েছে, জেলার নলছিটি উপজেলার বিকপাশা গ্রামের মোঃ আব্দুল জলিলের মেয়ে শাবানা আক্তার কেয়ার সাথে তার চাচতো বেয়াই মির্জাপুর গ্রামের মোঃ শাহেদ আলীর ছেলে মোঃ সোহাগ কাজীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায় সোহাগ গাজী গত ১৪ সেপ্টেম্ভর মোবাইল ফোনে শাবানাকে দেখা করতে আসতে বললে সে সন্ধ্যা সাড়ে ৭টায় পোনাবালিয়া মির্জপুর গ্রামে আসে। সোহাগ কাজী ও তার সহযোগী স্থানীয় মনির খলিফার পুত্র মেহেদী হাসান (২০) ও সোলেমান কাজী (২৬) ময়দা মাহাবুবের বাড়ীর বাগানে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষন করে।
এ সময় শাবানা অসুস্থ হয়ে পরলে তার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে ধষিতাকে উদ্ধার করে ও ধর্ষনকারী মেহেদী হাসান কে আটক করলে অপর সহযোগীরা পালিয়ে যায়। পরে আটককৃতকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় থানা পুলিশ সোপর্দ করে ।
এব্যাপারে ঝালকাঠি থানায় ধর্ষিতা শাবনা আক্তার এর পিতা মোঃ আব্দুল জলিল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং ১৪/১৪) দায়ের করে

ঝালকাঠিতে আইনজীবি সমিতির অভ্যন্তরে আসামীর ওপর হামলা মারধর টাকা ছিনতাই

ঝালকাঠি আইনজীবী সমিতির অভ্যন্তরে একটি মামলার বাদীর উপর আসামীরা হামলা-মারধর করেছে। হামলাকারী ৪ আসামী এ সময় বাদীর পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ও তার ব্যবহৃত সাড়ে ১৩ হাজার টাকা মূল্যের মোবাইল ছিনতাই ও নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১ টায় আইনজীবী সমিতির অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
হামলায় আহত বাদী পশ্চিম ঝালকাঠি আলহামিদিয়া ইসলামিক কমপ্লেক্স এর সহকারী শিক্ষক তানভির আহম্মেদ (২০) জানায়, ৩/৪ মাস পূর্বে তাদের কমম্পেক্স হামলা-ভাংচুরের ঘটনায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।
গত ১৬ সেপ্টেম্ভর উক্ত মামলার ধার্য তারিখে আদালতের কাজ আসলে আসামী সামসু তালুকদার, তার ছেলে শাহাদাত, সাদিক ও ভাইপো আরিফ তাকে বেরিকেট দিয়ে মামলা তুলে নিতে হুমকি দেয়।
এতে সে রাজী না হয়ে দৌড়ে আইনজীবী সমিতির মধ্যে ডুকলে আসামীরা সেখানে তার উপর হামলা চালায় এবং নগদ টাকা সহ মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ সময় আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড: এম আলম খান কামাল ও আইনজীবী সহকারী আরিফ তাকে উদ্ধার করে। এ ব্যাপারে আহত কমপ্লেক্স এর সহকারী শিক্ষক তানভির আহম্মেদ প্রতিষ্ঠানে আলোচনা করে আইনের আশ্রয় নিবে বলে জানায়।
এ ব্যাপারে আহতের আইনজীবী এ্যাড: খান শহিদুল ইসলাম জানায়, হামলার বিষয়টি বিচারিক আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারন সম্পাদককে অবগত করে প্রতিকার দাবী করা হয়েছে।

আমুয়াকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে : আকিরা মুনাকাতা

Shamol Bangla Ads

কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে এ কথাটি বলেছেন জাপান স্থানীয় সরকার বিষেশজ্ঞ আকিরা মুনাকাতা তিনি মঙ্গলবার সকাল ১০ টায় আমুয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে এ কথা বলেন। পিআ রডিবি-২ ও বিআরডিবি আমুয়া ইউনিয়ন পরিষদ এ সভার আয়োজন করে। ইউপি চেয়ারম্যান মোঃ আখতার হোসেন নিজাম মিরবহরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিষেশজ্ঞ (জাপান) এল জি ইডি আকি হিরো মাসুকা, নির্বাহী প্রকৌশলী (জাইকা) এলজিইডি মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, উপ-পরিচালক ,পিআরডিপি-২ ঢাকা মোঃ আলাউদ্দিন সরকার, বিআরডিবি ঝালকাঠি জেলা উপ-পরিচালক রাধা গোবিন্দ্র সাহা ও ইউআরডিওকাঠালিয়া মোঃ ইকবল হোসেন। এ সময় বক্তব্য রাখেনপ্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই পান্না, মোঃ খায়রুল ইসলাম, মোঃ শহিদ গোলদার প্রমূখ। সভায় আমুয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন ও বর্তমান সমস্যার কথা তুলে ধরা হয়।

কাঠালিয়ায় ২ যুবক কে পিটিয়ে আহত

ঝালকাঠির কাঠালিয়ায় মাছ ধরাকে কেন্দ্রে করে আমুয়া ইউনিয়নের বাশবুনিয়া গ্রামে ভোলানাথ হালদারের ছেলে ভূপল হালদার সোমবার রাতে মাঠে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ জলিল আকনসহ ৩/৪ জনে পিটিয়ে আহত করে। পরে এলকাবাসী আহতকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে ভর্তি করে। অপর দিকে একই ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের ওহাব হাওলাদারের ছেলে মোঃ নাঈম (২৩) শ্বশুর বাড়ি মরিচবুনিয়ায় স্ত্রী ফাতেমাকে নিজ বাড়িতে নিয়ে আসতে গেলে নাঈম ও তার বাবাকে শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে আহত করে সে বর্তমানে আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ঝালকাঠির দেশ বাংলা ক্লিনিকে আবারো প্রসূতির মৃত্যু
মৃতদেহ উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ!

ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. জোয়াহের আলীর হাতে আবারো প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৭ টায় দেশ বাংলা ক্লিনিকে নলছিটির গোবিন্দপুর গ্রামের মামুনের স্ত্রী রুবিনা (২৫) এর সিজারিয়ান অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। এরপূর্বে তার বিরুদ্ধে প্রসূতির মৃত্যু ও নবজাতক হত্যার চেষ্টায় মামলা দায়ের হয়েছে।
রুবিনার স্বামী মামুন জানায়, সোমবার সকালে রুবিনা অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জোয়াহের আলী দুপুরে দেশবাংলা ক্লিনিকে প্রেরণ করে। সন্ধ্যা সাড়ে ৭ টায় অপারেশন থিয়েটারে ঢুকালে কিছুক্ষন পরে জোয়াহের আলী বের হয়ে বরিশালে পাঠানোর নির্দেশ দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অপারেশন থিয়েটারেই রুবিনা মারা যায়। চিকিৎসক মৃতদেহে রক্ত দিতে চাইলে শরীরে রক্ত না নেয়ায় দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১ টায় মৃত ঘোষণা করে। নিহতের স্বজনদের ক্ষিপ্ত মনোভাব দেখে জোয়াহের আলী সেখান থেকেই আত্মগোপন করে। সকালে এঘটনায় মা ও শিশু কল্যান কেন্দ্রে নিহতের স্বজনরা এলে চিকিৎসক জোয়াহের আলী আত্মগোপন করে। এব্যাপারে ডা. জোয়াহের আলীর ব্যবহৃত ০১৭১২২৭২৪৩৫ নম্বরে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। ক্লিনিক মালিক কবির হোসেনের ব্যবহৃত ০১৭১৫ ৮৬৮৪৬৮ নম্বরে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, ডা. জোয়াহের আলী এবং দেশ বাংলা ক্লিনিক যোগসূত্রে একের পর এক দূর্ঘটনা ঘটিয়ে বিভিন্ন মহলকে ম্যানেজ করে পার পেয়ে যাচ্ছে।
ঝালকাঠি কলেজের সামনে

রেস্টুরেন্টে দূর্ধষ চুরি

ঝালকাঠির সরকারী মহিলা কলেজের সামনে একটি চোর চক্র নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে। গত ৪ মাসে পর্যায়ক্রমে ৫টি চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপরের টিন ও সিলিং কেটে চোর চক্র বনফুল রেস্তোরার ভিতরে ঢুকে কয়েক হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। তবে চুরিকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানান দোকান মালিক খোকন সরকার। এরপূর্বে ২০ জুলাই রোববার রাতে স্বর্ণা স্টুডিওর ‘‘কম্পিউটার ও ৩ টি ক্যামেরাসহ মালামাল নিয়ে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি করেছে বলে পরিচালক ফনি সমদ্দার জানান। গত ২২ জুন স্টুডেন্ট লাইব্রেরীর সাটারের তালা কেটে নগদ ৪০ হাজার টাকা চুরি, তার মাস খানেক পূর্বে মহিলা কলেজের সামনের শিউলী কাননস্থ সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক মামুন হোসেনের বাসার জানালা খুলে কৌশলে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। তার ২ মাস পূর্বে মহিলা কলেজের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষিকার বাসা থেকে ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানায়, রাতে পুলিশী টহল সঠিকভাবে দায়িত্ব পালন না করে অলসতা করায় এ ধরণের একের পর এক চুরির ঘটনা ঘটছে। এত চুরির তার পরও রাতে টহল জোরদার করা হয়না।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!