রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : শিশুরা যখন একটু একটু কথা বলা শুরু করে তখন থেকে শিশুদের শিক্ষা কার্যক্রম শুরু হয়। মা বাবা আর পরিবারের সদস্য যে ভাষায় ও আচরণে কথা বলে, সেই ভাষা ও আচরণ নিয়ে তারা বেড়ে উঠে। এই সময়টিকে সচেতন অভিভাবকরা কাজে লাগায়। নিজেদের শিশুরা বেড়ে উঠার সাথে সাথে মেধাবী শিক্ষার্থী হিসাবে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। তারা এক সময় দেশ জাতির হয়ে বিশ্ব পরিমণ্ডলে নিজের অবস্থান করে নেয়।
গত শনিবার রাউজান নোয়াপাড়ায় শিশু অভিভাবক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহছানুল হায়দর চৌধুরী বাবুল এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন রাউজানে শিক্ষার মান উন্নয়নে রাউজান থেকে তিনবার বিজয়ী সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার লক্ষ্য রাউজানকে শিক্ষা সংস্কৃতিতে সমৃদ্ধ করা। সকলকে এক কাতারে এসে সাংসদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানানো উচিত। রাউজান কিন্ডার গার্টেন ফোরাম আয়োজিত এই শিশু সমাবেশে ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ শামসুল আলম সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আব্দুস সালাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লায়ন আলহাজ্ব আব্দুস সালাম। কাজী সরোয়ার খান মনজুর পরিচালনায় এখানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সজিত দাশ মিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা এস.এম বাবর, আওয়ামীলীগ নেতা মঞ্জুর হোসেন, পশ্চিম গুজরা ইউপির সদস্য আব্দুল মালেক, নবী হোসেন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, বর্তমান সভাপতি তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন রানা, আওয়ামীলীগ নেতা বেলাল উদ্দিন, কাজী আবু বক্কর চৌধুরী, আবুল কালাম, টিপু দাশ, এম, রমজান আলী, শিখা রানী দে, জাহেদুল আলম, রুবেল দাশ, ওমর ফারুক, সমির বরণ চৌধুরী, হিতেশ বড়–য়া, হারাধন দাশ, মুহাম্মদ জসিম উদ্দিন, সত্যপ্রিয় ব্ড়–য়া, শাহনাজ বেগম, মোহাম্মদ ইসহাক, জাবদ হোসেন, আলী আজম, মোহাম্মদ আলা উদ্দিন, আবু মুসা মুহাম্মদ ফজলুল কাদের, রুমি বড়–য়া, রেবু বড়–য়া, সুজন মহাজন, আলা উদ্দিন শাহেদ প্রমুখ।