নিজস্ব প্রতিনিধি, পেকুয়া : বাংলাদেশ ছাত্রলীগ পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে ১৫সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় এক বিশাল আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক এম.কফিল উদ্দিন বাহাদুর ও যুগ্ন-আহবায়ক শহিদুল ইসলাম শাহেদের নেতৃত্বে প্রায় পাচঁ শতাধিক নেতাকর্মী নিয়ে বিশাল আনন্দ মিছিলটি পেকুয়া বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে পেকুয়া চৌমুহনী পযর্ন্ত গিয়ে শেষ হয়। পরে, ছাত্রলীগ নেতা-কর্মীরা বিকালে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিলে যোগ দেওয়ার জন্য বাস যোগে কক্সবাজারের উদ্দেশ্যে পেকুয়া থেকে রওনা হয়ে যান। জানা যায়, নারী ও কন্যা শিশুদের শিক্ষা প্রসারে স্বীকৃতি স্বরুপ ইউনেস্কোর বিশেষ স্বারক শান্তি বৃক্ষ লাভ করায় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ম শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এ বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলে ছাত্রলীগ নেতা-কর্মী ছাড়াও আওয়ামীলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা মো.বারেক, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল আবছার ও যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
পেকুয়ার উজানটিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা উপলক্ষে র্যালী ও আলোচনা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি পেকুয়া : পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে কারিতাস চট্রগ্রাম অঞ্চল আলোঘর প্রকল্প পেকুয়া এরিয়া অফিসের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সাক্ষরতা ও টেকসই উন্নয়নমুলক এক র্যালী ও আলোচনা সভা গত ১৫ সেপ্টেম্বর উজানটিয়া প্রিজম সাইক্লোন সেন্টারে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও কারিতাস ফ্রান্সের অর্থায়নে অনুষ্টিত উক্ত সভায় অনুষ্টিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাস আলোঘর শিশু শিক্ষা কেন্দ্রের সভাপতি ও ১ নং ওয়ার্ডের মেম্বার জামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম,শহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া কারিতাস চট্রগ্রাম অঞ্চল আলোঘর প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন, শিক্ষা সুপারভাইজার অংঘ্য মার্মা, কারিতাস উজানটিয়া কো-অর্ডিনেটর দেলোয়ার হোছাইন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাক্তার নুরুল ইসলাম, ছাবের আহমদ, জহিরুল ইসলাম, মহিউদ্দিন, বিদ্যালয়ের শিক্ষিকা পারভীন আক্তার, বিলকিছ আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে এক বিশাল র্যালী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সভায় উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে যে শিক্ষা প্রদান করছেন তা যেন ভালভাবে প্রদান করেন। লেখাপড়া করার প্রধান উদ্দেশ্য হল সুশিক্ষায় শিক্ষিত হওয়া। তিনি আরো বলেন, বিদ্যালয়ের ছেলেদের পাঠালে শুধু অভিভাবকের দায়িত্ব শেষ হয়ে যায় নি। তাদের লেখাপড়ার ও খোঁজ খবর নিতে হবে। তিনি শিশুদের লবণ মাঠে ও মাছ ধরার কাজে না পাঠানোর জন্য অভিভাবকের প্রতি অনুরোধ জানান। কারিতাস এরিয়া কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন প্রতিদ্বন্ধী ছাত্র/ছাত্রীদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন। তিনি নিরক্ষরমুক্ত সমাজ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
