শাহ্ আলম শাহী, দিনাজপুর : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগনের কাছে দেয়া প্রতিটি অঙ্গীকার পুরণ করতে কাজ করে যাচ্ছেন। মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। চিকিত্সা সেবার মানোন্নয়ন ঘটিয়েঠে।বর্তমান সরকার ইতিমধ্যেই সাড়ে ৬ হাজার চিকিত্সক নিয়োগ দিয়ে গ্রামের মানুষের চিকিত্সা সেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার পুরন করেছে । তিনি ১৪ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে চিকিত্সকদের সাথে চিকিত্সা সেবার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় ওই কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনে কোন ধরনের অবহেলা ও অনিয়ম মেনে নেয়া হবে না। জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মর্যাদাশীল ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডাঃ দীন মোহাম্মদ নুরল হক, পরিচালক স্বাস্থ্য (রংপুর) মোহাম্মদ নুরজ্জামান, দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কামরুল আহসানসহ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারাব বক্তব্য রাখেন।
