চারঘাট প্রতিনিধিঃ রাজশাহী চারঘাট উপজেলা মোক্তারপুর ট্রাফিকমোড়ে চানমিয়ার চায়ের দোকানের পার্শ্বে থেকে দুই প্যাকেটে বিশ গ্রাম হেরোইনসহ একাবর হোসেনকে আটক করে থানা পুলিশ। থানাসূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার চারঘাট মডেল থানার এএসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স মোক্তারপুর ট্রাফিক মেয়ে হেরোইনসহ হোরোইন সম্রাট শামসুলের ছেলে একাবর হোসেন (৩০)-কে করে থানায় নিয়ে আসে। সম্রাট বিক্রেতার উপজেলার গৌরশহর নতুনপাড়া গ্রামে।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারঘাট মডেল থানার উপপরিদর্শক তৌফিক পারভেজ ও আরিফুল ফোর্সসহ হলিদাগাছি আজগরের ছেলে নাসিরুল ইসলাম (২৫) ও পিরোজপুর গ্রামের রান্টু (৩০)-কে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করে থানা পুলিশ। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তূজা জানান, একাবর দীর্ঘদিন থেকে হেরোইনের ব্যবসার সঙ্গে জড়িত এবং সেবনকারী। তাদেরকে মাদকদ্রব্য আইনের মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়।
