কিশোরগঞ্জ : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে কটুক্তি করায় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা ও তাজুল ইসলামের কুশপুত্তলিকা পুড়িয়েছে কিশোরগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজ।
এরশাদকে কটুক্তি করার প্রতিবাদে আজ বেলা ১২ টায় জেলা জাতীয় পার্টি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্র সমাজ। জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেণু, ইসমাইল হোসেন, আব্দুল গণিসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা এরশাদের নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা ব্যক্ত করেন এবং মশিউর রহমান রাঙা ও তাজুল ইসলামকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। সমাবেশ শেষে রাঙা ও তাজুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়।