আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী -তালতলী সড়কের আলিশ্বার মোর এলাকায় রবিবার সকালে মটর সাইকেল দুর্ঘটনায় পিয়ারা (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত পিয়ার বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামে। রবিবার সকাল ৮টার দিকে আমতলীর আরপাঙ্গাশিয়া গ্রামে অবস্থিত বোনের বাড়ি থেকে পিয়ার মটর সাইকেল যোগে কলাপাড়া যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় আমতলী হাসপাতালে ভর্তি করলে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। পিয়ার ভাই আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, পিয়ার স্বামী স্বপন হাওলাদার দ্বিতীয় বিবাহ করায় মানষিক ভারসাম্য হারিয়ে সে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করত। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
