ads

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০১৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীর কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ৪, আহত ৬

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১১, ২০১৪ ৪:০২ অপরাহ্ণ

Train karwan bazar-শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে রেলক্রসিংয়ে ট্রেনের নীচে কাটা পড়ে ৪ জন নিহত হয়েছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ওই সময় ৮ জন গুরুতর আহত হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে একজনের একজনের নাম নুর মোহাম্মদ, বাড়ি ময়মনসিংহে। পরে হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যায়। বিকেল চারটার দিকে অসুস্থ্য মনোয়ারা বেগম (৪৫) নামে আরেকজন মহিলা মারা যান। নিহতদের মধ্যে দুজন মহিলা ও দুজন পুরুষ বলে জানা গেছে।
জানা যায় বৃহস্পতিবার সকালে কাওরান বাজার এলাকার মাছ বাজার রেলক্রসিং দিয়ে একই সময়ে পাশাপাশি লাইন দিয়ে দুটি ট্রেন যাচ্ছিল। পার হওয়ার সময় বেশ কয়েকজন ট্রেনের নিচে কাটা পড়ে। এতে একজন ঘটনাস্থলেই নিহত হয়। ৮ জন গুরুতর আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বর্তমানে ৭ জন চিকিৎসাধীন আছেন।আহতরা হলেন, ফজলু খান,(৪০) রাজিব হোসেন (১৯), সৈয়দ হোসেন (৩৫), পারুল আকতার (৬৫) ও সালমা বেগম (৪৫)।
এব্যাপারে কমলাপুর রেলওয়ে জিআরপি থানার ওসি আব্দুল মজিদ জানান, জামালপুর তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ও ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস সকালে কারওয়ান বাজার পার হচ্ছিল এসময় মাছ বাজারে লোকজন হুড়োহুড়ি করে পাশের লাইনে সাইড নিতে গিয়ে ট্রেনের নীচে চাপা পড়ে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে জিআরপি থানায় একটি মামলা দায়ের করেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!