বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: যাদের ঘাম ঝড়ানো টাকায় সচল দেশের অর্থনীতির সেই অভিবাসীদের নিয়ে গতকাল ১১ সেপ্টেম্বর বাসাইলে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও রেমিটেন্স মেলার আয়োজন করে রামরুর সহযোগীতায় আরপিডিও (রুরাল ফর ডেভেলপম্যান্ট অরগানাইজেশন) । বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রামরুর চেয়ারপার্সন ড. তাসনীম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, মহিলা ভাইসচেয়ারম্যান রাশেদা সুলতানা(রুবি), পৌরসভার মেয়র মজিবর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যাবস্থাপক রুহুল আমীন, বিএমইটি’র প্রতিনিধি জহুরা মনসুরসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধীকার সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশন আরা লিলি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম ও তাহমিনা খোশনবীশ। আলোচনা শেষে লাল ফিতা ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্ভোধন শেষে প্রধান অতিথিসহ অতিথি বৃন্দ বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। মেলায় রামরুসহ বিভিন্ন ব্যাংক ,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ টি ষ্টল অংশ গ্রহণ করে।অনুষ্ঠান শেষে দিনব্যাপী অভিবাসীদের কল্যাণে জারীগান,পুথি পাঠ ও নাটিকা পরিবেশন করা হয়।
