ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০১৪ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় নারীসহ ৮জন আসামী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১০, ২০১৪ ৬:৫৯ অপরাহ্ণ
কলারোয়ায় নারীসহ ৮জন আসামী আটক

কলারোয়া (সাতক্ষীরা) থেকে আরিফ মাহমুদ : কলারোয়ায় পৃথক মামলায় নারীসহ ৮জন আসামীকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার রায়টা গ্রামের সবুর সরদারের ছেলে আনিছুর রহমান, মুরারীকাটি গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে শিমুল হোসেন, আহসাননগরের মোতলেবের ছেলে লিয়াকত আলী, সোনবাড়িয়া গ্রামের আলাউদ্দীনের ছেলে তরিকুল ইসলাম, আবুল হোসেনের ছেলে উজ্জ্বল, আজিজের ছেলে আলমগীর কবির, কয়লা গ্রামের মহিউদ্দীনের ছেলে আলতাফ হোসেন, সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের আলাউদ্দীনের কন্যা নাজমা খাতুন। থানা সূত্র জানায়, সোমবার রাতে থানা পুলিশ আসামীদের বাড়ি থেকে তাদের করে। তাদের বিরুদ্ধে পৃথক জিআর, সিআর ও নন এফআইআর প্রসিকিউশন মামলা রয়েছে বলে জানা গেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে কলারোয়ার কামারালী হাইস্কুলে দু’পক্ষের সংঘর্ষ

ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে কলারোয়ার কামারালী হাইস্কুলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এসময় কয়েক ঘন্টা স্কুলের ক্লাস বন্ধ হয়ে যায়। জানা গেছে, উপজেলার কামারালী হাইস্কুলের ম্যানেজিং কমিটির মেয়াদ গত ৪ মাস আগে শেষ হয়েছে। নতুন কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে যুগিখালী ইউনিয়ন আ’লীগ নেতা ডা. আ. ওহাব ও ইউনিয়ন আ’লীগের সা. সম্পাদক রবিউল ইসলামের সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই মধ্যে স্কুল এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে মৃদু ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় স্কুলের ক্লাস। এবিষয়ে কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, এরকম ঘটনায় তার কাছে কেউ অভিযোগ করেননি।

Shamol Bangla Ads

কেজিপ্রতি কলারোয়া পৌর বাজারে ২৮০টাকা ও বেলেডাঙ্গায় ১৭০টাকা
তদারকির অভাবে পাশাপাশি বাজারে গরু মাংসের ভিন্ন দাম

সংশি¬ষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, উদাসিনতা ও তদারকির অভাবে কলারোয়ায় গরুর মাংসের দাম হুহু করে বৃদ্ধি পাচ্ছে। একই উপজেলার মধ্যে ৫মাইলের ব্যবধানে একই মাংসের দুই রকম দাম নিচ্ছেন কতিপয় বিক্রেতারা। ফলে নাভিশ্বাস হয়ে পড়েছেন ক্রেতারা। জানা গেছে, কলারোয়া পৌর বাজারের মাংস ব্যবসায়ীরা প্রতি কেজি গরুর মাংস ২শ’৮০ টাকা দরে বিক্রয় করছে। কিন্তু একই গরুর মাংস পার্শ্ববর্তী উপজেলার বালিয়াডাঙ্গা (বেলেডাঙ্গা) বাজারে ১শ’৭০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে গরুর মাংসের দামের এরকমই তারতম্য লক্ষণীয়। ফলে কলারোয়া বাজারের ব্যবসায়ীরা গরুর মাংস কেজিপ্রতি ১শ’১০ টাকা বেশী নিচ্ছেন। গত কয়েকদিন পূর্বেও কলারোয়া বাজারের ব্যবসায়ীরা গরুর মাংস ২শ’৩০ থেকে ২শ’৫০টাকা দরে বিক্রি করেছেন। অতি সম্প্রতি বেশি মুনাফা লাভের আশায় নিজের ইচ্ছামাফিক হুহু করে মাংসের দাম বৃদ্ধি করে দিচ্ছেন কতিপয় ব্যবসায়ীরা। সংশি¬ষ্ট কর্তৃপক্ষের উদাসিনতা, দায়িত্বহীনতা আর বাজারে কোন তদকারী না করায় কতিপয় ব্যবসায়ীরা খামখেয়ালী ভাবে মাংসের দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা জানিয়েছেন, গরুর দাম বৃদ্ধি পাওয়াসহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় কেজিপ্রতি মাংসের দাম বৃদ্ধি করা হয়েছে। দাম বৃদ্ধির পরেও অনেকক্ষেত্রে তাদের ব্যবসায়িক ক্ষতিরও সম্মুখিন হতে হচ্ছে। অপরদিকে, প্রতিদিন মাংস ক্রেতারা বেলেডাঙ্গা বাজারে গিয়ে কলারোয়া বাজারের তুলনায় ১শ’১০ টাকা কমে মাংস কিনছেন বলে জানা গেছে।

নানার বাড়িতে বেড়াতে এসে কলারোয়ায় পানিতে ডুবে ৪বছরের শিশুর করুণ মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে কলারোয়ায় ৪বছরের এক শিশুপুত্রের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘোরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, সাতক্ষীরা জেলার আশাশুনির ইফতেখার হোসেনের একমাত্র পুত্র মাহি (৪) সম্প্রতি মায়ের সাথে কলারোয়ার ধানঘোরা গ্রামের নানা মতিয়ার রহমানের বাড়িতে আসে। মঙ্গলবার সন্ধ্যার একটু আগে সবার অগোচরে নানাবাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে ডুবে যায় মাহি। অনেক খোজাখুজির পর মাহির মা মিতা খাতুনসহ অন্যান্যরা মাহিকে পানিতে ভেসে উঠতে দেখে। এসময় মাহিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পার্শ্ববর্তী ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষনা করেন। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে শোকে মুহ্যমান পিতামাতা সহ স্বজনদের আহাজারিতে প্রকম্পিত হয়ে ওঠে পরিবেশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সবাইকে কাদিয়ে অকালে ঝড়ে যাওয়া নিষ্পাপ ফুলের মতো শিশু মাহি দৈনিক দৃষ্টিপাতের কাজিরহাট প্রতিনিধি প্রভাষক সাইফুল ইসলাম মিলনের ভাগ্নে। সাংবাদিকের ভাগ্নের অকাল মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ প্রমুখ।

অর্ধলক্ষ টাকা ও মোবাইল লুট
কলারোয়া সরকারি কলেজের ছাত্রবাসে শিক্ষার্থীদের উপর বহিরাগত যুবকদের হামলা

কলারোয়া সরকারি কলেজ ছাত্রবাসে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বহিরাগত কতিপয় যুবকরা। এসময় প্রায় অর্ধলক্ষ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ওই যুবকরা। এঘটনায় কয়েক শিক্ষার্থী আহত হয়েছে। থানায় মামলাও হয়েছে। থানা সূত্রে জানা গেছে, স্থানীয় ঝিকরা ও গদখালী গ্রামের ১০/১৫জন বহিরাগত যুবক সোমবার সকালে কলারোয়া সরকারি কলেজ ছাত্রবাসে কলেজ ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ১ম বর্ষের ছাত্র আলমগীর হোসেন, অনার্স ১ম বর্ষের ছাত্র সম্রাট, ২য় বর্ষের ছাত্র সুজিত সহ ৫/৬জন ছাত্র আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বহিরাগত যুবকরা ছাত্রবাসের কয়েকটি কক্ষ তছনছ করে আনুমানিক ৪৫হাজার টাকা ও ৮টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় উপজেলার জালালাবাদ গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজ শিক্ষার্থী আলমগীর হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় মামলা (নং-০৫, তারিখ- ৮/৯/১৪ইং) দায়ের করেছেন বলে জানা গেছে।

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় ২ব্যক্তি আহত

কলারোয়ার বিক্রমপুরে প্রতিপক্ষের হামলায় ২ব্যক্তি আহত হয়েছে। জানা গেছে, সোমবার দুপুরের দিকে উপজেলার বিক্রমপুর মোড়ে ওই গ্রামের মহসিন গাজীর ছেলে অহিদুজ্জামান মিলন (২৮) ও মৃত কালু গাজীর ছেলে হাবিবুর রহমান (৪৫) কে প্রতিপক্ষরা হামলা চালিয়ে আহত করে। আহতাবস্থায় তারা কলারোয়া হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় কলারোয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।

অবৈধপথে সীমান্ত পারাপারের সময় কলারোয়ায় ৪ নারী আটক

অবৈধপথে সীমান্ত পারাপারের সময় ৪ নারী আটক হয়েছে। এদের মধ্যে ৩নারীকে বিজিবি আটক করেছে ও অপর ১ নারীকে বিএসএফ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। সোমবার বিকেলে উপজেলার কেঁড়াগাছি সীমান্তে এ আটকের ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেল ৫টার দিকে মাদরা বিওপির বিজিবি সদস্যরা উপজেলার রাজপুর সীমান্তের মেইন পিলারের ১১৩/৩ এস এর ১০আর বি’র সন্নিকটে অবৈধপথে ভারতে যাওয়ার প্রাক্কালে উপজেলার হিজলদী গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (২৮), মাদারীপুর জেলার রাজৌর থানার আমগ্রাম ব্রীজ গ্রামের বাদল গাজির স্ত্রী রিনা খাতুন (২৫) ও একই গ্রামের আজহার হাওলাদারের মেয়ে মিম (২০) কে আটক করে। এদিকে, অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারত সীমান্তে বিথারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা কলারোয়া উপজেলার বুঝতলা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৩০) কে আটক করে। পরে বেলা সাড়ে ৩টার দিকে মেইন পিলার ১৩/৩ এসএর ১৩আরবি এর নিকট অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। আটককৃত ৪নারীকে কলারোয়া থানায় সোপর্দ করেছে বিজিবি। এব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে বলে জানা গেছে।

কলারোয়ায় ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের নির্য্যান তিথি মহোৎসব অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছিতে নামাচার্য শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের নির্য্যান তিথি মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। রবি ও সোমবার দু’দিন ব্যাপী উপজেলার কেঁড়াগাছিতে শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গনে এ মহোৎসব অনুষ্ঠিত হয়। কীর্ত্তন পরিবেশন সহ বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালিত হয়। অনুষ্ঠানমালায় শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে ও সা.সম্পাদক সন্দীপ রায়ের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন সাহা, সা.সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, সন্তোষ কুমার পাল, সুকুমার রায়, তপন কুমার সাহা, নিরঞ্জন পাল, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান পলটু, সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দার, লাঙ্গলঝাড়া ইউপি সদস্য কমল বিশ্বাস, কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগের সা.সম্পাদক মারুফ হোসেন, ইউপি সদস্য তৌহিদুজ্জামান, মাহফুজা ফারুক, অনন্ত লীলা দাস, নারায়ন চন্দ্র দাস, বিল¬ মঙ্গল দেবনাথ, সুবোধ মোহন দাস প্রমুখ।

কলারোয়ায় স্বাক্ষরতা দিবস উদযাপিত

কলারোয়ায় স্বাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পৌর সদরে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালী শেষে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান শিক্ষক সাজ্জাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ আবুল কালাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপতিপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফিজা খাতুন, শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।

ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কলারোয়ার চন্দনপুর জিতলো বিশাল গরু

ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে পুরষ্কার হিসেবে বিশাল গরু জিতে নিলো কলারোয়ার চন্দনপুর প্রগতি সংঘ। আর রানার্সআপে পুরষ্কার হিসেবে ছাগল জিতলো চন্দনপুরেরই পার্শ্ববর্তী চান্দুড়িয়া ইছামতি ক্লাব। সোমবার বিকেলে যশোর জেলার শার্শা থানার পুটখালী ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলারোয়ার উপজেলার চন্দনপুর প্রগতি সংঘ ২-১ গোলে চান্দুড়িয়া ইছামতি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুটখালী চাষী ক্লাব ১৬দলীয় ফুটবল এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে একটি গরু ও রানার্সআপ দলকে একটি ছাগল পুরষ্কার হিসেবে প্রদাণ করা হয়। খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র থাকে। দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়ন দলের নাইজেরিয়ান খেলোয়ার নিকি ও পিটার ১টি করে গোল করেন। পরে একই দলের একটি আত্মঘাতি গোল হওয়ায় খেলা শেষ পর্যন্ত ২-১ গোলে সমাপ্তি ঘটে। ফাইনাল খেলায় অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর পুলিশ সুপার আনিছুর রহমান, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, পুটখালী ইউপি চেয়ারম্যান আ.গফফার সরদার, প্রগতি সংঘের সভাপতি মাস্টার ইদ্রিস আলী, আবু সাঈদ শাহীন, নাসির উদ্দীন প্রমুখ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!