শ্যামলবাংলা ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে নির্দোষ দাবি করে তার পক্ষে আপিলে যুক্তি উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষের আইনজীবী।৯ সেপ্টেম্বর মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে ওই শুনানি হয়।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এসএম শাহজাহান। তিনি কামারুজ্জামানকে নির্দোষ দাবি করেন।
তারপর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য উপস্থাপন শুরু করেছেন। রাষ্ট্রপক্ষ শেষ করলে আসামিপক্ষ জবাব দেয়ার সুযোগ পেতে পারে।
একাত্তরে ময়মনসিংহ জেলা শাখার আল বদর প্রধান কামারুজ্জামানকে গত বছর ৯ মে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। গত ৫ জুন থেকে এ বিষয়ে শুনানি চলছে।
ট্রাইব্যুনালে আসামির সর্বোচ্চ সাজার আদেশ হওয়ায় রাষ্ট্রপক্ষ এ মামলায় আপিল করেনি।
ট্রাইব্যুনালের রায়ে হত্যা ও গণহত্যার দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আরো দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একটিতে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
