ads

মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০১৪ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০১৫ সালে ভোটারদেরকে স্মার্ট কার্ড দেওয়া হবে : চুয়াডাঙ্গায় ইসি জাবেদ আলী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ৯, ২০১৪ ৪:৫৭ অপরাহ্ণ

EC Jabed Aliকামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী বলেছেন, ২০১৫ সালে ভোটারদেরকে জাতীয় পরিচয় পত্রের পরিবর্তে স্মার্ট কার্ড দেওয়া হবে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ছবিসহ ভোটারতালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার একথা বলেন। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো.রশীদুল হাসান, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব ও জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

প্রধান অতিথি আরো বলেন ,‘চলমান ভোটার তালিকা নিয়ে কারো কোন সুপারিশ থাকলে তা সানন্দে গ্রহণ করা হবে। সবাই মিলে সহযোগিতা করলে নির্ভুল ভোটারতালিকা পাওয়া সম্ভব। ’
মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার চুয়াডাঙ্গার ভিমরুল্লায় এক কোটি ৩১ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত জেলা সার্ভার স্টেশন উদ্বোধন করেন ।

চুয়াডাঙ্গায় সন্ত্রাসীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, একটি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গায় সন্ত্রাসীদের গোপন বৈঠকে অভিযান চালিয়ে পুলিশ একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করেছে। সোমবার দিনগত রাত ১টায় সদর উপজেলার পীরপুর গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে অভিযান চালিয়ে পুলিশ বন্দুক ও কার্তুজ উদ্ধার করে। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আগেই গা ঢাকা দেয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে পীরপুর গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে একদল সশস্ত্র সন্ত্রাসী গোপন বৈঠক করছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশ আসার খবর আগেই জানতে পেরে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করে নিয়ে আসে।
ওসি আরো জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি লিপিবদ্ধ করা হয়েছে।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলসহ আন্ত:জেলা ছিনতায়কারী দলের দুই সদস্য গ্রেফতার

আন্ত:জেলা ছিনতায়কারী দলের সদস্য চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার মনিরুল ও দামুড়হুদার জনি নামে দুই সদ্যস্যকে গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ। সোমবার রাতে দামুড়হুদা মডেল থানার এস, আই আফজাল সঙ্গীয় ফোর্স নিয়ে পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার সাবদালপুর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করে। এ সময়ে গত ৮দিন আগে ডিবি পুলিশ সেজে ছিনতাই করা মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। মনিরুল আালমডাঙ্গা উপজেলার খাসকয়রা গ্রামের আছের উদ্দিনের এবং জনি দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আবু মন্ডলের ছেলে।
উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের আন্ত:জেলা মটরসাইকেল ছিনতায়কারী চক্রের সদস্য মনিরুজ্জামান ও জনি ডিবি পুলিশের পরিচয় দিয়ে জনৈক আনারুলের মটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে দামুড়হুদা মডেল থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ ছিনতাইকারীদের ধরতে ফাঁদ পাতে। অবশেষে গত রাতে তাদেরকে মোটরসাইকেলসহ ধরতে সামর্থ হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!