আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় নিজের সাপের কামড়ে সাপুরের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে আ.হাদি কবিরাজ (৪৫)নামের ওই সাপুড়ের করুণ মৃত্যু হয়। জানা গেছে, উপজেলার সোনবাড়িয়া গ্রামের ইসহাক শেখের পুত্র আ.হাদি কবিরাজ শনিবার বিকেলে রামকৃষ্ণপুর তিনবটতলা নামক স্থানে নিজের ৩টি সাপ নিয়ে খেলা দেখাচ্ছিলেন। এসময় অসাবধনতাবশত: নিজের পোষা একটি পদ্মগোখরা সাপ তার বাম পায়ে কামড় দেয়। পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ওঝা দ্বারা ঝাড়-ফুক করলেও শেষ নিয়তি তাকে ডাক দেয়। রবিবার সকাল ১০টার দিকে নিজের বাড়িতে ওঝাদের চেষ্টা ব্যর্থ করে ওই সাপুড়ের করুণ মৃত্যু হয়। রবিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
