আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় একটি বিদ্যালয়ের ৮জন শিক্ষার্থী অজ্ঞাত কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পরেছে। গুরুতর অসুস্থ ৬জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতাল ছুটে যান।
জানা গেছে, ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন সময়ে অতিরিক্ত গরমে ষষ্ঠ শ্রেণীর শম্পা বেপারী, আশীষ রায়, ইতি হাওলাদার, আল্পনা বিশ্বাস, অনন্যা হালদার ও দশম শ্রেণীর সৌরভ হাওলাদারসহ ৮জন অসুস্থ হয়ে পরে। এদের মধ্যে ৬জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ২জন ষষ্ঠ শ্রেণীর বীথি মালাকার ও অন্তরা সরকারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনা শোনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে যান। এসময় তারা শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন।
এব্যাপারে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ হাওলাদার জানান, বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীরা হঠাৎ করে অসুস্থ হয়ে পরেছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়া বলেন, মাস সাইকোজেনিক ইলনেস জনিত কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ বলেন, শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনা তদন্ত করার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
