শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। ৮ সেপ্টেম্বর সোমবার মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহর আদালতে করা এই অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন। বিচারক তার বক্তব্য শুনে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
এবি সিদ্দিকীর আর্জিতে বলা হয়, গত ২৪ অগাস্ট যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে ‘কুলাঙ্গারের দল’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কুলাঙ্গারদের নেতা’ আখ্যায়িত করেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। এছাড়া গত ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি’ বলে মন্তব্য করায় মির্জা ফখরুলকে আসামি করা হয়েছে বলে আর্জিতে উল্লেখ করেন বাদী।
