পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৬ জনকে ২১ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার রাত্রে পীরগঞ্জ থানা পুলিশের চৌকশ এসআই দেবাশিষ কুমারের নিতৃত্বে এক দল পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদিঘী মেলা নামক স্থান থেকে মৃত লাল মিয়ার পুত্র শফিকুল ইসলাম (২৫), একই ইউনিয়নের বেতকাপা গ্রামের তছলিম উদ্দিনের পুত্র মোজাম্মেল হক, উপজেলার সদর ইউনিয়নের আব্দুর রহমানের পুত্র শরিফুল ইসলাম, কুমেদপুর ইউনিয়নের দিকদুয়ারী গ্রামের ওসমান আলীর পুত্র সোহরাব হোসেন কে ওই দিন রাত্রে গ্রেফতার করে গতকাল রবিবার উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলামের কক্ষে ২১ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এদিকে সাইফুল ইসলাম ও হাবীব নামের আরও ২ যুবককে ওই দিন ধরে ভ্রাম্যমান আদালতে একই সাজা প্রদান করা হয়। গ্রেফতারকৃত দের রংপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পীরগঞ্জের বড় আলমপুরে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার হয়েছে। সেমিনারটি বড় আলমপুর উচ্চ বিদ্যালয় হলরুমে গতকাল রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমীক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কারিতাস প্রজেক্টের কর্মকর্তা নীলা মুর্মু। জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক, ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, সহকারি প্রধান শিক্ষক মাহফুজার রহমান, সহকারি শিক্ষিকা রোকসেনা বেগম, ফৌজিয়া রহমান প্রমুখ।