শ্যামলবাংলা স্পোর্টস : ড্রয়ের দিকে এগিয়ে যেতে থাকা ম্যাচের গতিপথ বদলে গেল নেইমারের অসাধারণ এক ফ্রিকিকে। শুক্রবার মিয়ামিতে ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গার আস্থার প্রতিদান দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়লো নেইমার বাহিনী। শেষ দিকে নেইমারের গোলেই দশজনের কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারালো সেলেসাওরা। ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তিই দেখল ফুটবলপ্রমীরা। প্রীতিম্যাচে হার মেনে নিয়ে মাঠ ছাড়ল ফ্যালকাওরা।
মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে এদিন ম্যাচের ৪১ মিনিট পার হবার পর থেকেই দশজনের দল নিয়ে খেলতে হয় কলম্বিয়াকে। ম্যাচে দ্বিতীয় বারের মতো অবৈধভাবে বাধা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হুয়ান কোয়ার্দাদো। তবু ব্রাজিলের ফরোয়ার্ডদের বারবার ব্যর্থ করে নিষ্ফলা সমাপ্তির দিকেই এগিয়ে যাচ্ছিল কলম্বিয়ান শিবির। তবে শেষ বাঁশি বাজার ঠিক সাত মিনিট আগেই নেইমার ঝলকে জয়ের বন্দরে পৌঁছে গেল দুঙ্গার শিষ্যরা। এসময় বার্সা তারকা নেইমারের নেয়া ফ্রিকিকে বল কলম্বিয়ার জালে জড়ায় (১-০)। শেষ মুহূর্তে কলম্বিয়ার ফরোয়ার্ড রাদামেল ফ্যালকাও গোলের সুযোগ পেয়েও সমতায় ফেরাতে পারেনি দলকে।