আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ আইন শৃংখলা বিঘœকারি অপরাধ দ্রুত বিচার আইন মামলায় আদালত কতৃক ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবলুকে গ্রেফতার করেছে। বাবলু আদমদীঘির ছাতিয়ানগ্রামের ইয়াছিন আলীর ছেলে। গত শনিবার রাতে আদমদীঘি থানার এস.আই দুলাল হোসেন ও এ.এস.আই আব্দুল মালেক গোপন সংবাদের ভিত্তিতে বাবলুকে নওগাঁর ছিকটিতলা বাধের বস্তি এলাকা থেকে গ্রেফতার করে পরদিন রবিবার আদালতে প্রেরন করেন।

পুলিশ জানান, বাবলুর বিরুদ্ধে ২০০৭ সালে নওগাঁ সদর থানায় আইন শৃংখলা বিঘœকারী অপরাধ সংক্রান্ত দ্রুত বিচার আইনে একঠি মামলা হয় এবং ওই মামলায় দোষী সাবস্ত করে আদালত তাকে ৪ বছরের সশ্রম কারাদন্ড দেন। এছাড়া তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি ডাকাতি মামলায় আদালত কতৃক ওয়ারেন্ট রয়েছে। সে একজন কুখ্যাত ডাকাত দীর্ঘদিন যাবত এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে ছিল ।
বগুড়ার যুবদল সভাপতি সিফারের মুক্তির দাবীতে আদমদীঘিতে যুবদলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারের মুক্তির দাবীতে গতকাল রবিবার দুপুরে আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে এক কর্মি সমাবেশ কদমা ইফাডাফ মৎস্য খামারে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদল সভাপতি মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, সহসভাপতি মুকুল হোসেন, আব্দুল মান্নান, মিনহাজ, ফটিক, রাজেকুল, চঞ্চল, আমিনুন ইসলাম, রুবেল, আতিকুজ্জামান, নান্টু, জিকু, ফেরদৌস, জহুরুল ইসলাম, ইমদাদুল হক, রেজাউল করিম প্রমূখ। সমাবেশে বক্তারা বগুড়া জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার সহ সকল নেতাকর্মিদের মুক্তি দাবী সহ যুবদল নেতাদের ঐক্যবদ্ধ ভাবে সকল কর্মসূচী সফল করার আহবান জানান।
