শ্যামলবাংলা বিনোদন : নব্বইয়ের দশকে ঢাকার চলচ্চিত্রে আলোড়ন সৃষ্টিকারী নায়ক সালমান শাহ’র শূন্যতা ১৮ বছরেও পূরণ হয়নি বলে মনে করেন তার প্রথম সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান। সালমানের মৃত্যুদিবস উপলক্ষে ৬ সেপ্টেম্বর শনিবার রাজধানীর বলাকা সিনেমা হলে ‘সালমান উৎসবে’ অংশ নিতে এসে সাংবাদিকদের ওই প্রতিক্রিয়া জানান তিনি। ১৯৯৩ সালে সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে নায়ক হিসাবে অভিষেক ঘটে সালমানের।
সোহানুর রহমান বলেন, সালমান নেই, এ কথা ধ্রুব সত্য। আমরা প্রতি মুহূর্তে সালমান না থাকার বিষয়টি অনুভব করি। বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান দুরবস্থার কারণে এটা আরো বেশি করে অনুভব করি। এখন দর্শক সিনেমা হলে আসে না। আসতে চায় না। কিন্তু সালমান সব শ্রেণির সব বয়সের দর্শককে সিনেমা হলে এনেছিলেন। একটি কথা আমার মনে হয়, সালমান থাকলে চলচ্চিত্রের বর্তমান দুরবস্থা হতো না।
তিনি আরও বলেন, সালমানের পর অনেকেই চলচ্চিত্রে এসেছেন। বর্তমানে দর্শকপ্রিয়তার জায়গায় সাকিব রয়েছে। কিন্তু ১৮ বছর পরেও সালমানের জায়গায় কেউ যেতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন সালমান থাকবে।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে নানাবাড়িতে সালমানের জন্ম। কমরউদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর বড় ছেলে ছিলেন তিনি। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৯৩ সালে সালমান শাহ নামে রূপালী পর্দায় আবির্ভূত হন তিনি। প্রথম ছবি ছিল সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৬ সালের এই দিনে পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি।