মো.সাইদুল আনাম, দৌলতপুর (কুষ্টিয়া) : আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল-আলম হানিফ বলেছেন, ২০০১ সালে বাংলাদেশে জঙ্গীবাদের যে উত্থান হয়েছে তা হাওয়া ভবনের ইন্ধনেই হয়েছিল। তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরিকল্পনা করতে সন্ত্রাসীদের সাথে দফায় দফায় বৈঠক করেছিল। তারেক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সাথে দুবাইয়ে বৈঠক করেছিল। জঙ্গী-মাফিয়াদের সঙ্গে তারেকের যোগাযোগ রয়েছে সে খবর দেশবাসী সবাই জানে। তাই তালেবানরা বাংলাদেশে ঘাঁটি করার যে ঘোষনা দিয়েছে তাতে তারেকের ইন্ধন থাকতে পারে। ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিকান্ড ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার পর যে কোন সরকারের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আমলেই সর্বাধিক উন্নয়ন হয়েছে দাবী করে হানিফ বলেন, ’৭১ এর ঘাতক জামায়াত ও ’৭৫ এর ঘাতক বিএনপি জোট বেধে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এই অপচেষ্টা কোন দিনই সফল হতে দেয়া হবে না। এয়ার ভাইস মার্শাল (অব) এ কে খন্দকার তার সদ্য প্রকাশিত ‘১৯৭১ ভেতরে বাইরে’ গ্রস্থ সম্পর্কে হানিফ বলেন, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার জন্য অতীতে নানা পরিকল্পনা করা হয়েছে, বর্তমানেও তা অব্যাহত রয়েছে। বয়সের ভারে একে খন্দকারের স্মৃতিশক্তি লোপ পেয়েছে। সেই কারনে বাইরের কোন অপশক্তি তাকে দিয়ে এসব বিভ্রান্তিকর বই প্রকাশ করিয়েছেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমূল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় সিসিম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, দৌলতপুর আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী প্রমুখ।
