ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : পুঠিয়ার বানেশ্বরে গতকাল শুক্রবার রাত ৮টা ১০ মিনিটের সময় প্রাইভেট কার তল্লাশী করে দুইটা বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, আট রাউন্ড তাজা বুলেট ও প্রাইভেট কারসহ ড্রাইভারকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
জানা যায়, র্যাব-৫ এর গোয়েন্দা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সাদা রংয়ের প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ-১১-১২২৪) তল্লাশী করেন। এসময় গাড়ির পেছনের ছিটে ব্যাগ থেকে চাইনার তৈরি ৭.৬৫ দুইটা পিস্তল, চারটা ম্যাগজিন, আট রাউন্ড বুলেট উদ্ধার ও উক্ত গাড়ির চালককে আটক করেন। আটককৃত চালক হলেন, বগুড়া সদর থানার নাটাইপাড়া গ্রামের বাচ্চু সরকারের ছেলে হারুন উর রশিদ (২৩)। ঘটনা স্থলে র্যাব-৫ এর সিনিয়নর এ এসপি গোলাম সারোয়ার উপস্থিত হয়ে অস্ত্র ম্যাগজিন বুলেট ও প্রাইভেট এবং ড্রাইভারকে র্যাব-৫ এর কার্যলয়ে নিয়ে যায়।