ঝালকাঠি প্রতিনিধিঃ- ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ এর মাধ্যমে ঝালকাঠিতে শনিবার অসহায় ও গরিব প্রায় তিনশ শিশুকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। সনাতন ধর্মালম্বীদের মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর ২৮৪তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে শীতলাখোলা ও লোকনাথ সেবাসংঘ এ ক্যাম্পের আয়োজন করে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) এবং ঝালকাঠি জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডাক্তার অসীম কুমার সাহা ক্যাম্পে রোগী দেখেন। ব্যবস্থাপত্র দেয়া ছাড়াও শিশুদের বিনামূল্যে ওষুধ দেয়া হয়।
