ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে বাড়িয়ান রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে সিংচাপইড় ইউনিয়নের কুমারকান্দি গ্রামের মৃত নুর মিয়ার পুত্র ময়না মিয়া ও আব্দুর রহিমের পুত্র রফিকুল ইসলামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, একটি বাড়িয়ান রাস্তা নিয়ে ময়না মিয়া ও রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুপুরে রাস্তার মালিকানা নিয়ে কথা কাটাকাটি হলে উভয়পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত নজরুল ইসলাম (৩০), আবু খায়ের (২২), ময়না মিয়া (৪৫), আয়না মিয়া (৪০), নজিবুল (২০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তা মিয়া (৪০), রাজিবুর রহমান (১৮)সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম ও এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্তি-শৃংখলা ভঙ্গ না করতে নোটিশ প্রদান করেছেন।
