চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শাখারিয়ায় যৌতুকের দাবীতে গৃহবধু নাজিরা খাতুন ছন্দা (২২) কে শ্বাসরোধ করে হত্যা করেছে ঘাতক স্বামী-শ্বাশুড়ী। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতক শ্বাশুড়ী আঞ্জুরা বেগম (৫০) কে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০ টার দিকে পুলিশ বসতঘরের আড়ায় থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার শাখারিয়া গ্রামের জাহান আলী তার স্ত্রী নাজিরা খাতুন ছন্দাকে বাবার বাড়ি থেকে যৌতুকের দাবীকৃত ১ লক্ষ টাকা আনার জন্য বলে। সে আনতে অস্বীকৃতি জানালে স্বামী জাহান আলীর সাথে তার কথা কাটা-কাটির একপর্যায়ে জাহান আলী এবং তার মা আঞ্জুরা বেগম ক্ষিপ্ত হয়ে তাকে গলা টিপে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে জীবননগর থানার পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এরপর একই গ্রাম থেকে শ্বাশুড়ী আঞ্জুরা বেগমকে আটক করে। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী জাহান আলী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
নিহতের বাবা নজরুল ইসলাম জানান, তার জামাতা প্রায়ই যৌতুকের দাবীকৃত বাকী অর্ধেক ১ লক্ষ টাকার জন্য তার মেয়েকে শারীরিক ও মানষিক নির্যাতন করতো। ঘটনার দিন যৌতুকের টাকা তার মেয়ে আনতে অস্বীকার করায় জামাতা ও পরিবারের লোকজন মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
সিমান্ত ইউপি মেম্বার কামাল হোসেন জানান, নিহত গৃহবধূ ছন্দার সাথে তার স্বামী ও পরিবারের সদস্যদের ভাল সম্পর্ক ছিল না। তারা প্রায়ই ছন্দাকে নানা অজুহাতে অত্যাচার করতো। একবার তালাকও দিয়েছিল। আমার জানামতে গৃহবধূ নাজিরা খাতুন ছন্দা একজন ধর্মভীরু নারী ছিলেন।
জীবননগর থানার ওসি হুমায়ন কবির জানান, এ ব্যাপারে নিহতের বাবা শনিবার দুপুরে থানায় স্বামী-শ্বাশুড়ী সহ ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। বাকী আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আলমডাঙ্গায় পানির গর্তে পড়ে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানিতে ডুবে মাহিমা নামের ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে মাহিমার নিজ বাড়িতেই এ দূর্ঘটনা ঘটে। মাহিমা উপজেলার নিলমণিগঞ্জ ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের মহাসিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মহিমার মা প্রতিবেশিদের সাথে বাড়ির উঠানে গল্প করছিলেন। এ সময় সবার অলক্ষ্যে মহিমা বাড়িতে থাকা টিউবয়েলের পাশের গর্তে মুখ থুবরে পড়ে যায়। পরে তাকে খুঁজতে গিয়ে কলের পাড়ের গর্তে মৃত্য অবস্থায় পাওয়া যায়। মহিমা পিতা মাতার একমাত্র সন্তান ছিলো।
দামুড়হুদায় ফেনসিডিল সহ আটক ১
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা জয়নগর সীমান্ত থেকে ৯৬ বোতল ফেনসিডিল সহ শহিদুল ইসলাম (২৪) কে আটক করেছে বিজিবি। আটককৃত শহিদুল ইসলাম উপজেলার দর্শনা পরানপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে। শনিবার বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, শনিবার বিকালে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার খোরশেদ আলমের নেতৃত্বে হাবিলদার আব্দুল করিম সঙ্গীয় ফোর্স সহ গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা জয়নগর সীমান্তের ৭৭ নম্বর মেইন পিলারের নিকট একটি বাঁশবাগানে ওৎপেতে ছিল। এসময় ভারত থেকে ৩ জন চোরাচালানী বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে ধাওয়া করে শহিদুল ইসলামকে ৯৬ বোতল ফেনসিডিল সহ আটক করে। অন্য ২ জন পালিয়ে যায়।