এম.আর.টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন বাঘহাতা নামক গ্রামে বিভিন্ন মানুষের রং-বেরঙ্গের নামের বাহার লক্ষ্য করা গেছে। এসব নিয়ে ভায়াডাঙ্গা বাজারে চলছে নিয়মিত মুখরোচক আলোচনা ও হাঁসি তামাশা। এই তামাশা অবসান কখন হবে তা সঠিক করে বলা মুশকিল। বাহারী নামের মধ্যে উল্লেখ্য যোগ্য-ভোট, ক্যানফাজ, নেউল, পানা, টুনা, সাজ ভাঙ্গী, নাল, মটকা, মম, আলতা, শিয়েল, ব্যাক্কালা, পাদড়ে, হাগড়ে, হাইছে, বডি, পিনপিনে, টুগারু, বদু, দাবারু, ক্যানেডী, চায়ছিল, আহালু, ছুতি, বাসু, ছাইছে, ইছে, বোয়াল, ঝমো, ভূত, চাটকী, কুবাব, কৈতরী, বুইদে, খাপশে, মাদারী, জাজবীন, আক্কা, ছক্কু, ফহির, বুচা, সুবিদে, ইন্দুর, টেন্ডুল, পচা। মানুষের নাম অর্থবোধক হওয়া উচিত। সেই গ্রামে অশিক্ষা এবং অজ্ঞতার কারণে এমনটি হয়েছে মনে করেন এলাকার বিশিষ্টজনরা।
শ্রীবরদীতে মাধ্যমিক পর্যায়ে ইআইএ’র ৫ম কর্মশালা।
শেরপুরের শ্রীবরদীতে ইংলিশ ইন এ্যাকশন’র ৫ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ইংলিশ ইন এ্যাকশন’র মাধ্যমিক পর্যায়ের ২ দিন ব্যাপী কর্মশালা বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত শ্রীবরদী এ.পি.পি.আই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ইআইএ’র উপজেলা টি.এফ এবং মাটিফাটা জি.এম উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন। ইআইএ’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কোর ট্রেইনার জনাব শফিকুল ইসলাম। কর্মশালা চলাকালীন সময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার উপস্থিত ছিলেন। এর আগে ১৪ আগষ্ট ইআইএ’র প্রিন্সিপাল কোর ট্রেইনার জাকেরা রহমান মাটিফাটা জি.এম উচ্চ বিদ্যালয়ে আকস্মিক ভাবে ক্লাস পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে ক্লাসের অবস্থান দেখে আন্তরিক সন্তোষ প্রকাশ করেন এবং বলেন চলমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের ছাত্র/ছাত্রীদের ইংরেজী বিষয়ের প্রতি ভীতি দূর হবে এবং এই শিক্ষার্থীরা ইংরেজী চর্চা করতে অত্যন্ত আগ্রহী হবে।
শ্রীবরদীতে ট্রাক ও ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের শপথ অনুষ্ঠান
শেরপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, মিনিট্রাক ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন শ্রীবরদী থানা শাখা উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২১ আগষ্ট অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন-সভাপতি শ্রী সুজন চন্দ্র রায় চেয়ার প্রতিক, সহ সভাপতি ফজলু মিয়া ঘোড়া প্রতিক, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ফ্যান প্রতিক, সহ সম্পাদক শ্রী দেব রাম বর্মন কবুতর প্রতিক, দপ্তর সম্পাদক মোঃ কোরবান আলী মাছ প্রতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, কোষাধ্যক্ষ মোঃ ছলি মিয়া, প্রচার সম্পাদক আশরাফ হোসেন, কার্যকরী সদস্য মোঃ মিন্টু মিয়া। উক্ত নির্বাচিত কর্মকর্তাগণকে শুক্রবার উত্তর বাজার সংগঠনের কার্যালয়ে রাত ৮টায় শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সংগঠনের সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক মজিবর রহমান, বিশেষ অতিথি সহ-সভাপতি মোহাম্মদ আলী মাহমুদ, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, প্রচার সম্পাদক আবুল কালাম, কার্যকরী সদস্য বাদশা মিয়া, আমন্ত্রিত অতিথি শ্রীবরদী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, বিশিষ্ট শ্রমিক নেতা শাহজাহান আনসারী, সহকারী প্রিজাইডিং অফিসার ও বানিবাঈদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বালুর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাজহারুল হক, খাড়ামুড়া মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল বারি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাংবাদিক এম.আর.টি মিন্টু।