ময়মনসিংহ প্রতিনিধি : গণ জাগরণ মঞ্চের মুখপাত্র ্মরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধী ও জামায়াত ইসলামীকে পূনর্বাসন করতে বিদেশী প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দল, সরকার ও বুদ্ধিজীবিরা পর্যন্ত লবিষ্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তারা তাদের পারপাস সার্ভ করার জন্য সবরকম চেষ্ঠা করে যাচ্ছেন। যার নজির হিসেবে প্রধান বাঁধা হিসেবে বারবার গণ জাগরণ মঞ্চের উপর আঘাত ও আক্রমন করেছে। তিনি বলেন, বাঁধা-শত বিপত্তি সত্ত্বেও গণজাগরণ মঞ্চ সকল ধরনের বাঁধাকে উপেক্ষা করে এবং সকল ধরনের অপচেষ্ঠাকে রুখে দিয়ে জামায়াত ইসলামী-যুদ্ধাপরাধীদের পূনর্বাসন করবার চেষ্ঠা রুখে দিতে গণজাগরণ মঞ্চ তার অবস্থানে সচল থাকবে।
৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে জামালপুরের ইসলামপুরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের উদ্দেশ্যে যাবার পথে ময়মনসিংহ প্রেসক্লাব চত্ত্বরে আয়োইজত এক পথসভায় এসব কথা বলেন।
এসময় সম্মিলিত সাংংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন, জেলা নাগরিক আন্দোলনের সেক্রেটারী ইঞ্জিনিয়ার নরুল আমিন কালাম ও গলজাগরণ মঞ্চের নেতা আব্দুর রব মোশাররফসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।