নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে ৩৩ তম বিসিএস এর মাধ্যমে ১৬ জন নতুন ডাক্তার যোগদান করার পর এখন ডাক্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জন বলে নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মোঃ আবুল কাশেম জানিয়েছেন। তিনি আরো জানান, ৮ জন ডাক্তার ওএসডি হিসেবে যোগদান করেন।তাঁরা চাকুরী করবেন নান্দাইলে বেতন গ্রহন করবেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

এদিকে ডাঃ জান্নাতুল ফেরদৌস গত ১১.০৩.১২ ইং তারিখ থেকে ও ডাঃ অনুজা রায় বনি গত ১৩.০২,১৪ ইং তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মোঃ আবুল কাশেম জানান, তাদের অনুপস্থিত বিষয়টি উর্দ্ধতন কর্র্তৃপক্ষ বেশ ক’বার লিখিত ভাবে জানানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লে´ে ডাক্তারের শূণ্যতা পূরন হওয়ার নান্দাইলবাসী তাদের মাধ্যমে সু-চিকিৎসা পাবেন বলে ভুক্তরা জানান।
